কোথাই হবে ২০২২ এর ফুটবল বিশ্বকাপ।

ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার কাতারে বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন । এরপর অনেক বিতর্কই হয়েছে এ নিয়ে।

কাতারকে আয়োজক করতে নাকি বিপুল পরিমাণে ঘুষ নিয়েছিলেন ফিফার নির্বাহী কমিটির সদস্যরা। এ নিয়ে ফিফাতে এক বিপ্লবই ঘটে গেছে ।

ব্ল্যাটার প্রশাসনের অনেকেই এখন আর ফুটবলে নেই। জিয়ানি ইনফ্যান্টিনো ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পরই কাতারে বিশ্বকাপ আয়োজনের বিষয়টা নিয়ে সন্দেহ দেখা দিতে থাকে।

ব্রিটিশ মিডিয়ার খবর, কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় এমন চিন্তাই নাকি চলছে।

যদি তাই হয়, ইংল্যান্ড ২০২২ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত। কেবল বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য দুর্নীতিরই আশ্রয় নেয়নি কাতার,

তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে— বিশ্বকাপের জন্য নির্মাণ কাজে ব্যবহৃত শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর এমন দাবিকেই গুরুত্ব দিয়ে দেখছে ফিফা।