ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়ে দিলেন যুবরাজ সিং!

বেশ কয়েকদিন যাবত আন্তর্জাতিক ক্রিকেটে নেই যুবরাজ সিং। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না তিনি। এমনকি জাতীয় দলে ফেরার ব্যাপারেও তেমন অবস্থা নেই। তবে যুবরাজের আশা, ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন এবং তারপর ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

তবে আসন্ন ২০১৯ বিশ্বকাপে ফেরার আগে আইপিএলে চোখ রাখছেন যুবরাজ। তিনি বলেন, ‘আমি ভালো একটা আইপিএল খেলার অপেক্ষায়। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ২০১৯ পর্যন্ত খেলার বিষয়টি এখান থেকেই নির্ধারণ করতে চাই।’ এছাড়াও নিজের অবসর প্রসঙ্গে বলেন, ‘আমি ২০১৯ পর্যন্ত ক্রিকেট খেলতে চাই। এর মধ্যে যা পাই খেলবো। তারপর খেলা ছেড়ে দেবো।’

অবশেষে তিনি বলেন, ‘অবশ্যই আমার ক্যারিয়ারের প্রথম ৬-৭ বছরে নিজের সেরাটায় ছিলাম। আমি সুযোগও বেশি পাইনি। কারণ, টেস্টে কতো গ্রেট খেলোয়াড়ই না ছিলেন। যখন একটা সুযোগ পেলাম তখন আমার ক্যান্সার ধরা পড়ল। তাই আক্ষেপটা চিরদিন থাকবে। কিন্তু ওসব ব্যাপার তো আমার হাতে ছিল না। আমি শুধু সামনে তাকিয়ে আছি যতোটা খেলতে পারি তার জন্য।’