দুদককে পরামর্শ দিতে গিয়ে ফেঁসে গেলেন বেবিচক প্রধান

মঙ্গলবার সকালে সরকারি নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রকৌশল দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময়ের জন্য ডেকেছিল দুদক। সেখানে অংশ নিয়েছিলেন বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী শুধেন্দু বিকাশ গোস্বামী। দুর্নীতি দমন কমিশনের মতবিনিময় সভার উন্মুক্ত আলোচনায় অন্যদের মতোই অংশ তিনি। কিন্তু উল্টো নিজেই ফেঁসে গেলেন অভিযোগের জালে।

সরকারের বিভিন্ন দপ্তরের ২০০ শতাধিক প্রকৌশলী অংশগ্রহণ করেন মতবিনিময় সভায়। উন্মুক্ত আলোচনায় অন্যদের মতো আলোচনায় অংশ নেন বেবিচকের প্রধান প্রকৌশলী শুধেন্দু বিকাশ গোস্বামী।

সেখানে তিনি নিজের পরিচয় দিয়ে বেবিচকের কার্যক্রম সম্পর্কে বলতে চাইলেন। কিন্তু দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘আপনার প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে কিছু বলতে হবে না। বরং এইটা বলেন আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এত অভিযোগ কেন?’

তবে অভিযোগের বিষয়টি এড়িয়ে অন্য বিষয়ে কথা বলেন বেবিচকের প্রধান প্রকৌশলী। কিন্ত তাকে আবারো থামিয়ে দিয়ে দুদক চেয়ারম্যান জানতে চান, ‘কত পাসর্সেন্ট কাজ আপনারা ই- টেন্ডারে করেন নাই?’

জবাবে দুদক চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বেবিচকের প্রধান প্রকৌশলী বলেন, ‘স্যার গত অর্থ বছরের ডিসেম্বর থেকে আমরা ই-টেন্ডারের মাধ্যমে কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। এর আগে আমাদের সংস্থা এ কার্যক্রমের আওতায় আসেনি।’

তখন দুদক চেয়ারম্যান বলেন, ‘আমার জানা মতে গত দুই বছর সব সরকারি প্রতিষ্ঠান ই-টেন্ডারের আওতাভুক্ত। যাতে স্বচ্ছতা হয় এবং জাস্টিস হয়। তাহলে আপনাদের প্রতিষ্ঠান এত পরে কেন?’

দুদক চেয়ারম্যান আরো জানতে চান, আপনারা (বেবিচক) কতগুলো কাজ টেন্ডার ছাড়া করিয়েছেন তার হিসাব দিতে পারবেন? হিসাব আছে আপনার কাছে? টেন্ডার ছাড়া মুখেমুখে কাজ করিয়েছেন, এটা সত্য না মিথ্যা?

আর এতেই একের পর এক প্রশ্ন করায় সকালের মাঝে তিনি বিব্রত হয়ে পড়েন।

তবে মুখে-মুখে কাজ করানোর বিষয়ে প্রকৌশলী বলেন, ‘স্যার (দুদক চেয়ারম্যানকে) এটা সুস্পষ্টভাবে সঠিক নয়…।’

তখন দুদক চেয়ারম্যান বলেন, ‘এবিষয়টি আমরা পরে দেখছি।’

মতবিনিময় সভা শেষে টেন্ডারের বিষয়ে জানতে চাইলে বেবিচকের প্রধান প্রকৌশলী বলেন, ‘মিটিংয়ে যা বলেছি, এর বাইরে কিছু বলতে পারবো না।’

মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন, দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব ড. মোঃ শামসুল আরেফিন, মহাপরিচালক মোঃ জাফর ইকবাল, রাজউক চেয়ারম্যান মোঃ আবদুর রহমান, বিআইডব্লিইটিএর প্রধান প্রকৌশল মোঃ মঈদুল ইসলাম, প্রধান স্থপতি কাজী গোলাম নাসের, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মোহাম্মদ মফিজ্জল হক, হাইটেক পার্ক অথরিটির এমডি হোসনে আরা বেগম, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল কাশেম ভুইয়া প্রমুখ।