নওগাঁর আত্রাইয়ে দিনব্যাপী মৎস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মঙ্গলবার দিনব্যাপী মৎস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি এনজিও সংস্থা আশা এই দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। এদিন সকালে উপজেলা কৃষি অফিস ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো; গোলাম রব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সাবেক ডিডি ও আশার কেন্দ্রীয় কার্যালয়ের মৎস্য বিষয়ক পরামর্শক মো: ছেরাজ উদ্দিন, আশা’র জেলা ম্যানেজার মো: মামুন অর রশিদ, নওগাঁ জেলা আর এম (এগ্রি) মো: সাইফুদ্দিন, আত্রাই অঞ্চলের সিআরএম অজয় কুমার দাস, আশা’র আত্রাই ১নং ব্রাঞ্চ ম্যানেজার মো: নাহিদ হোসেন প্রমুখ। দিনব্যাপী এই কর্মশালায় আত্রাই উপজেলার ২১ জন ও রাণীনগর উপজেলার ১০ জন মৎস্য চাষীরা অংশগ্রহণ করেন।