নিদাহাস ট্রফিতে যাদের দায়িত্ব নিতে বললেন প্রধান কোচ ওয়ালশ!

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসের ৭০ বছর উদযাপন উপলক্ষে কলম্বোর মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। আর সেই সিরিজের নাম দেয়া হয়েছে নিদাহাস ট্রফি। ৬ মার্চ ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এ সিরিজের। আসন্ন এই সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আর সেই দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন কোর্টনি ওয়ালশ।

আসন্ন এই সিরিজে ভালো করতে হলে সিনিয়রদের দায়িত্ব নিতে হবে বলেই জানালেন তিনি। দলে ফিরেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস। নতুন কোচ ওয়ালশও ভরসা রাখতে চাইছেন অভিজ্ঞদের ওপরই।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তাদের (খেলোয়াড়দের) আলাদা আলাদা ভূমিকা দেয়ার চেষ্টা করব। ইমরুল ও তাসকিনের সে অভিজ্ঞতা আছে। ফলে তাদের দলে পেয়ে ভালো হয়েছে। আশা করি তারা খুবই ক্ষুধার্ত এবং সুযোগ পেলে সেরা খেলাটাই খেলবে। যদি আমরা দল হিসেবে ভালো খেলতে পারি, তবে ভালো কিছু করতে পারব।’

এছাড়াও শ্রীলঙ্কার কন্ডিশন নিয়ে তিনি বলেন, ‘প্রায় একই ধরনের কন্ডিশন। কিন্তু সেখানে গেলেই বিষয়টি আমরা মূল্যায়ন করতে পারব। তবে আমরা কেমন কন্ডিশন পাব, সে সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারনা আছে।’