bd24report.com | অফিসে বসকে সামলানোর সহজ উপায় জেনে নিন

অফিসে বসকে সামলানোর সহজ উপায় জেনে নিন

আপডেট: March 21, 2018

  • ফেইসবুক শেয়ার করুন
অফিসে বসকে সামলানোর সহজ উপায় জেনে নিন

প্রত্যেকটা মানুষই চায় জীবনে উন্নতি করতে। বিশেষ করে নিজের চাকরির জায়গায়। আর সেখানে উন্নতির মূল চাকিকাঠিই হল অফিসের সকলের সঙ্গে সুসর্ম্পক বজায় রাখা। বিশেষ করে বসের সঙ্গে।

বস কী চাইছেন সেটা বোঝার চেষ্টা করুন। অফিসের বাইরেও বসের ‘বন্ধু’ হয়ে উঠুন। বস আসার আগে অফিসে আসুন এবং বস অফিস থেকে বেরোনার পর অফিস থেকে বেরোন।

অফিসে বসকে সামলোনোর এই উপায়গুলি শুধু অবলম্বন করুন, ফল পেতে পারেন ম্যাজিকের মতো।  অফিসে থাকার সময়, বসের সঙ্গে কাজের কথার বাইরেও অন্য কথা বলুন। সময় পেলে বসের সঙ্গে খেতে যান। পারলে নিজের পকেট থেকে বিল মেটান।

সবার আগে কাজ শেষ করে, বসকে চমকে দিল। তাঁকে বুঝিয়ে দিন, আপনি সবচেয়ে দ্রুত কাজ করেন। কখনও নিজে যেচে প্রমোশনের কথা বলবেন না।বসকে নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়ান।

  • ফেইসবুক শেয়ার করুন