bd24report.com | চমক নিয়ে ব্রাজিল দল ঘোষনা করল টিটে

চমক নিয়ে ব্রাজিল দল ঘোষনা করল টিটে

আপডেট: March 13, 2018

  • ফেইসবুক শেয়ার করুন
চমক নিয়ে ব্রাজিল দল ঘোষনা করল টিটে

বিশ্বকাপের বাকি আছে আর মাত্র ৯৪দিন। এর আগে সব গুলো দলই নিজেদের শেষ মুহুর্তের শক্তি দুর্বলতা যাচাই করার জন্য প্রীতি ম্যাচ খেলতে ব্যস্ত। আর এর ব্যতিক্রম নয় ব্রাজিল। চলতি মাসেই তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে রাশিয়া ও জার্মানীর বিপক্ষে। আর এই দুটি ম্যাচকে সামনে রেখে দল ঘোষনা করেছেন ব্রাজিল কোচ টিটে।

টিটে আজ দল ঘোষনা করলেও আরো ১০দিন আগে দল ঘোষনা করার কথা ছিল। কিন্তু ব্রাজিলের অনেক খেলোয়ার হঠাৎ ইনজুড়িতে পড়ে যাওয়ায় ১০ দিন পিছিয়ে দল ঘোষনা করেন তিনি।

ব্রাজিল দল:

গোলকিপার: অ্যালিশন, এডারশন, নেতো

ফুলব্যাক: মার্সেলো, দানি আলভেস, ফিলিপ লুইস, ফাগনার।

সেন্টারব্যাক: মিরান্ডা, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, গারোমেল, রদ্রিগো কায়ো।

মিডফিল্ডার: ক্যাসমিরো, ফার্নান্দিনহো, পাউলিনহো, রেনেতো অগাস্টো, উইলিয়ান, ফিলিপ কৌতিনহো, ফ্রেড, তালিষ্কা।

ফরোয়ার্ড: জেসুস, ফিরমিনো, উইলিয়ান জোসে, ডগলাস কস্তা, তাইসন।

  • ফেইসবুক শেয়ার করুন