অনূর্ধ্ব ১৯ বোলারের কাছেই ধরা খেলেন লিটন দাস

বাংলাদেশ সময় সকাল ৯টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ডিপিএলের সুপার সিক্স পর্বে লড়াইয়ে নেমেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আর এই ম্যাচে শুরুতে টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ২৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড়া করিয়েছে খেলাঘর।

খেলাঘরের ছুঁড়ে দেয়া ২৫৯ রানের লক্ষ্যে ইতিমধ্যে ব্যাটিং করতে নেমেছে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর। আর খেলতে নেমেই দুই ওপেনার ইমতিয়াজ হোসেন এবং লিটন কুমার দাসের ব্যাটে দারুণ সূচনা পেয়েছিলো দোলেশ্বর।

তবে ৩৩ রানের সময় লিটনকে তানভির ইসলামের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান খেলাঘরের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের তারকা পেসার হাসান মাহমুদ। ২৪ রান করে অভিজ্ঞ লিটন আউট হওয়ার পর ইমতিয়াজের সাথে ক্রিজে যোগ দিয়েছেন ফজলে মাহমুদ। আর এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রাইম দোলেশ্বরের স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ৩৫ রান (৮ ওভার)।