অস্ট্রেলিয়া থেকে দারুন এক সংবাদ নিয়ে আসলেন সাকিব

চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার নিদহাস ট্রফি। সেই ট্রফি খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় থাকলেও সাকিব আল হাসান গিয়েছিলেন অস্ট্রেলিয়াতে। বিশেষজ্ঞের পরামর্শ নিতে। আর অস্ট্রেলিয়া গিয়ে ভালোই সুখবর পেলেন সাকিব। কেননা তার আঙ্গুলের আর অস্ত্রোপাচার করতে হবে না। এমনটাই জানিয়েছেন চিকিৎসক ডেভিড ইয়ং। আর সেটা হলে আর মাঠের বাহিরে থাকতে হবে না সাকিবকে।

তবে স্পোর্টিং ফিটনেস ফিরে পেলেও ম্যাচ ফিটনেস পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সাকিবকে। নিদহাস কাপের পর খুব শীঘ্রই বাংলাদেশের কোন আন্তর্জাতিক ম্যাচও নেই। তবে আইপিএলের শুরু থেকেই সাকিবের থাকা এখন অনেকটাই নিশ্চিত,

‘ম্যাচ ফিটনেসের জন্য আরেকটু সময় নিতে হবে। কেননা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার কিন্তু থেকেই যায়। সেটা অবশ্যই সাকিব সিদ্ধান্ত নিবে। তবে আমরা চেষ্টা করছি আপাতত স্পোর্টিং ফিটনেস ফিরিয়ে আনতে।’

আর সেটা হলে নিদহাস ট্রফির পরেই আবারো মাঠে দেখা যাবে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।