আকরাম খানের ‘মিথ্যাচারে’ ক্ষুব্ধ হয়ে এবার যা বললেন বুলবুল!

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে কেন বাংলাদেশের কোচ হিসেবে বিসিবি কাজে লাগাচ্ছে না এমন অনেক প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এমন প্রশ্নের উত্তরে লাইভ টক শোতে তিনি বলেছেন, ‘বুলবুলকে (আমিনুল ইসলাম) আমরা অনেকবার প্রস্তাব দিয়েছি। সে যেহেতু আইসিসির সঙ্গে যুক্ত, হয়তো সেভাবে সময় দিতে পারবে না। আমি একবার চিটাগং ভাইকিংসের (বিপিএলের দল) জন্য চেষ্টা করেছিলাম। ওর আসলে সময় কম। বাংলাদেশ ক্রিকেটকে সে সময় দিতে পারবে না।’

তবে ক্রিকেটের শীর্ষ কর্মকর্তার এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বুলবুল। নিজের ফেসবুকে এ প্রসঙ্গে বুলবুল লিখেছেন, ‘আমি বিস্মিত, হতাশ ও বিরক্ত। আমি বিসিবি থেকে কোনো পর্যায়ের (বয়সভিত্তিক থেকে জাতীয় দল) কোচিং করানোর আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি। এমনকি শেষ বিপিএলে ক্যাপ্টেন বক্সে অধিনায়কদের তালিকাতে আমার নাম ছিল না।’

তিনি আরও বলেন, ‘প্রতি বছরই আমি বিপিএল ও ডিপিএলে কোচিংয়ের প্রস্তাব পাই। এজন্য আমি তাদের প্রতি খুব কৃতজ্ঞ। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে আমি সেই প্রস্তাব ফিরিয়ে দেই, কারণ এক মাসের কোচিং করানোর জন্য আমি আমার চাকরি ছাড়তে পারি না।’

‘আকরাম খান কি ক্রিকেট অপারেশন্সের হয়ে কথা বলেছে নাকি বিসিবি কিংবা তার বিপিএল দলের হয়ে? প্রস্তাব না পাওয়ায় আমার দুঃখ নেই। কিন্তু এসব মিথ্যাচারে আমি খুবই ক্ষুব্ধ। দয়া করে সততার সঙ্গে কথা বলবেন এবং কাজ করবেন। বাংলাদেশের ক্রিকেটের উন্নতি এখন আইসিইউতে।’ যোগ করেন তিনি।