আজ জয়ের সংবাদ সম্মেলনে পর হাথুরুকে নিয়ে যা বললেন তামিম

শেষ দুই ওভারে দরকার ১৯। রান আউট হয়ে ফিরলেন সাব্বির রহমান। মুশফিকুর রহিম ভড়কে না গিয়ে ওই ওভারেই মিড উইকেট দিয়ে নুয়ান প্রদীপকে হাঁকালেন ছক্কা। পরের ওভারে দরকার ৯ ।  ২, ৪, ২, ১ । প্রথম চার বলেই খেল খতম। বাংলাদেশ জিতে গেল৫ উইকেটে। মাঝ মাঠে গর্জন করে নাগিন নাচ দিচ্ছিলেন ৩৫ বলে ৭২ করে অপরাজিত মুশফিক।

আর সেই কথা ম্যাচ শেষ সংবাদ সম্মেলনেও বলেছেন তামিম ইকবাল। তিনি বলেন, ব্যাটসম্যানরা আজ স্মার্ট ক্রিকেট খেলেছে। যখন সিঙ্গেল নেওয়ার দরকার ছিলো তখন সিঙ্গেল নিয়ে খেলেছে। আবার প্রয়োজনের সময় বড় শটও খেলেছে তাঁরা।‘

হাথুরু নিয়ে কথা উঠতেই কিছুক্ষন চুপ থেকে তামিম বলেন, ‘হাথুরুর বিষয়টি বাদ দিন। তিনি আমাদের জন্য অনেকে করেছেন, বিশেষ করে ওয়ানডেতে তাঁর অনেক অবদান। আমরা হাথুরু থাকলেও খারাপ খেলতে পারতাম। ভালো খেলেছি বলেই জিতেছি। ভবিষ্যতে যদি ভালো খেলি তবে আবার জিতবো।‘