এবার আইপিএলেও ডিআরএস

আগামী আইপিএলেই ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম ব্যবহার করতে যাচ্ছে আইপিএল কর্তৃপক্ষ। টুর্নামেন্টে প্রতিটি দল ইনিংসপ্রতি ১টি করে রিভিউ পাবে। তৃতীয় আম্পায়ার এজন্য বল ট্র্যাকিং ও আল্ট্রা এজের সুবিধা ব্যবহার করতে পারবেন।

ভিএআর সিস্টেম এখন ক্রিকেটের সাথে বেশ পরিচিত। তবে টি-টুয়েন্টিতে এটা খুব বেশি প্রচলন হয়নি এখনো। ক্রিকেট বিশ্বে ভারতই সর্বশেষে এই পদ্ধতি ব্যবহার করে। তবে আইপিএলে এই পদ্ধতির সুবিধা নিতে দেরি হওয়ার কারণ হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এর কিছু কর্মকর্তার ভুল ধারণাকে দায়ী করেছেন একজন ম্যাচ অফিশিয়াল, ‘টি-টুয়েন্টিতে একটি সিদ্ধান্ত অনেক বড় প্রভাব ফেলে। অনেকেই ভাবেন শুধু বড় ফরম্যাটেই ডিআরএস প্রয়োজন আছে। তবে এসব ফরম্যাটে ভুল শুধরানোর সুযোগ থাকে। কিন্তু টি-টুয়েন্টিতে এত সময় থাকেনা। একজন ফর্মে থাকা ব্যাটসম্যান ভুল সিদ্ধান্তের বলি হয়ে ফিরে গেলে খেলার মোড়ই ঘুরে যেতে পারে।’