এবার নিলামে উঠছে শ্রীদেবীর আঁকা সোনমের ছবি

দুবাইতে ভাগ্নে মোহিত মারোয়ার বিয়ে শেষে কাপুর পরিবারের সবাই ফিরে গিয়েছিলেন ভারতে। কিন্তু কয়েকদিন পরই নিজের আঁকা বেশ কয়েকটি ছবির নিলাম হওয়ার কথা থাকায় দুবাইতেই থেকে গিয়েছিলেন সদ্য প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী।

কিন্তু সেই নিলাম দেখে যেতে পারলেন না বলিউডের প্রথম এই ‘ফিমেল সুপারস্টার’। নিলামের আগে শুধু দুবাই নয়, দুনিয়া ছেড়েই চলে যেতে হয়েছে তাকে।

অভিনয়ের পাশাপাশি ছবি আঁকতে খুব ভালোবাসতেন শ্রীদেবী। অবসর সময়গুলোতে তার আঁকা যেসব ছবি নিলামে উঠছে, তার মধ্যে আছে অভিনেত্রী সোনম কাপুরেরও একটি ছবি।

নিজের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’র একটি গানের দৃশ্যে নীল পোশাক পরেছিলেন সোনম। সেই দৃশ্যের আদলেই সোনমের ছবিটি এঁকেছিলেন শ্রীদেবী।

উল্লেখ্য, ছোট মেয়ে খুশী কাপুর এবং স্বামী বনি কাপুরের সঙ্গে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। পরে গত শনিবার রাতে সেখানকার একটি হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

শ্রীদেবীর পারিবারিক সূত্রে জানা যায়, দুবাইয়ের জুমেইরাহ ইমিরেটস টাওয়ারস হোটেলের একটি কক্ষে ছিলেন শ্রীদেবী-বনি। বনি কাপুর আগেই দুবাই থেকে মুম্বাই চলে গিয়েছিলেন। কিন্তু শ্রীদেবীকে চমকে দিতে তিনি আবার শনিবার দুবাই যান।রাতের খাবারের জন্য শ্রীদেবীকে প্রস্তুত হতে বলেন বনি কাপুর। এসময় শ্রীদেবী বাথরুমে যান।

দীর্ঘ সময় পরও শ্রীদেবী বের না হলে বনি তাকে ডাকেন। কোনো সাড়া না মিললে বনি দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তিনি ভেতরে গিয়ে শ্রীদেবীকে পানিভর্তি বাথটবে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

সঙ্গে সঙ্গে তিনি তার এক বন্ধুকে ডাকেন। শ্রীদেবীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান,হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।