এবার মাহমুদুউল্লাহ কে নিয়ে যা বললো ভারতীয় পত্রিকা

বাংলাদেশি ক্রিকেটারদের ‘নাগিন ড্যান্স’ নিয়ে চর্চা হচ্ছে সর্বত্র। রাগের মাথায় ড্রেসিং রুমের কাচের দরজা ভাঙার অভিযোগ উঠেছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের উপরে । যদিও প্রমানীত নয়। এখানেই শেষ নয়। দ্বীপরাষ্ট্রের মাটিতে নিদাহাস ট্রফি শেষ হয়ে গেলেও বাংলাদেশি ক্রিকেটারদের দৃষ্টিকটূভাবে রাগ প্রদর্শনের ছবি এখনও ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।

রুদ্ধশ্বাস ফাইনালে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতান দীনেশ কার্তিক। সেই ম্যাচে একটা সময়ে জাঁকিয়ে বসেছিল বাংলাদেশ। টাইগার টিম জিতেও জিততে পারলো না ।
টেনশনের সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ২৭ রানে দু’ উইকেট হারিয়ে একসময়ে বেকায়দায় পড়ে বাংলাদেশ দল । দ্রুত ফিরে যান সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম। সাব্বির রহমান একদিক আগলে রাখেন। তাঁকে যোগ্য সঙ্গত করছিলেন মাহমুদুল্লাহ । ২১ রানে ড্রেসিং রুমে ফেরেন মাহমুদুল্লাহ। রান আউট হন তিনি। আউট হয়ে ফেরার সময়ে মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি মাহমুদুউল্লাহ। ড্রেসিং রুমে ঢোকার সময়ে ক্ষোভ উগরে দেন তিনি। লাথি মেরে বসেন রেলিংয়ে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল সাইটে।