এশিয়াতে আসছেন রোনালদো!

ক্রিশ্চিয়ানো রোনালদো এশিয়াতে আসছেন। না, ঘুড়তে নয়, রোনালদো এশিয়ার দেশ চিনে আসবেন ফুটবল খেলতে। সেটাও আবার চাইনিজ লিগের কোন দলের হয়ে। অবিশ্বাস্য হলেও এমনই ইঙ্গিত দিয়েছেন পর্তুগাল ও ব্রাজিলের সাবেক কোচ লুইস ফিলিপ স্কলারি যিনি বর্তমানে চাইনিজ লিগের ক্লাব গুয়াংজু এভারগ্রান্দের কোচ।

পর্তুগালের বর্ষসেরা খেলোয়ারের পুরষ্কার গ্রহনের অনুষ্ঠানে এ নিয়ে নাকি রোনালদো তাকে জিজ্ঞাসাও করেছে বলেই স্পোর্ট ইন্টারেটিভোকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন সাবেক এই ব্রাজিল কোচ।

তিনি বলেন, রোনালদো আমাকে অনেক বারই জিজ্ঞাস করেছে চিনের জীবন যাপন সম্পর্কে। আমি তাকে সব কিছুই বিস্তারিতই বলেছি।

স্কলারি বলেন, আমরা জানি রোনালদো একটি ব্র্যান্ড। সেখানে অনেক প্রতিষ্ঠান আছে। আর চিন বিশ্বের সবচেয়ে বড় দেশ। যার এই সুযোগ আছে তার চিনে যাওয়া উচিত।

রিয়াল মাদ্রিদের সাথে ২০২১ সাল পর্যন্ত চুক্তি আছে রোনালদোর। তবে এরই মধ্যে নেইমার রিয়ালে চলে আসলে রোনালদো ক্লাব ছাড়তে পাড়েন। সেজন্য তার সম্ভাব্য গন্তব্য হতে পারে পিএসজি বা ম্যানইউ। তবে স্কলারির এই মন্তব্যের পর চিনকেও উড়িয়ে দেয়া যাচ্ছে না।