ওয়েস্টইন্ডিজ ও পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!

এবার ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে চায় পাকিস্তান। আর সেই সিরিজে বাংলাদেশকে রাখতে চায় তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। সিরিজের তৃতীয় দলটি হচ্ছে ওয়েষ্টইন্ডিজ। সিরিজটি আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্রের মাটিতে। তবে সেজন্য পাঁচ বছরের চুক্তি করতে চায় তারা। যদিও সব কিছুই এখনো আলোচনার মধ্যেই সীমাবদ্ধ আছে।

এদিকে ঘরের মাটিতে একরকম আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধের মত হয়ে আছে। কোন দেশই চাচ্ছেনা পাকিস্তানে যেতে। মাঝখানে জিম্বাবুয়ে ও আফগানিস্তান গেলেও সেটা প্রভাব ফেলছেনা খুব একটা। আর সেজন্যই পাকিস্তান চাচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে দেশটিতে নিয়ে যেতে।

তবে এবার নতুন খবর হল পাকিস্তানে খেলতে রাজি হয়েছে ওয়েষ্টইন্ডিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আর এই খবর দেয়ার সাথে সাথেই বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আশা প্রকাশ করেন পাকিস্তান বোর্ড চেয়ারম্যান। ভারতীয় গণমাধ্যম জানায়, আগামী আগস্টে ফ্লোরিডা ও হস্টনে সিরিজটি করার কথা ভাবছে পাকিস্তান বোর্ড।