যে কারণে কেকেআরের অধিনায়কত্ব পেলেন দীনেশ কার্তিক

ক্রিকেট মানে চার ছক্কার খেলা। আর তা যদি হয় টি২০ তা হলে কথায় নেই। আগামী এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে টি২০ ক্রিকেটের সব চেয়ে জনপ্রিয় খেলা ভারতীয় ঘরোয়া সবচেয়ে বড় ১১তম আসর ইন্ডিয়ার প্রিমিয়র লিগ (আইপিএল)।

আইপিএলের চ্যাম্পিয়ান দলের মধ্যে অন্যতম একটি দল কলকাতা নাইট রাইডার্স। শুরু থেকে কেকেআরের অধিনায়েকর দায়িত্বে গৌতম গম্ভীর থাকলেও এবার তিনি দলেই নেই। গম্ভীর এবারের আসরে খেলবেন দিল্লির হয়ে।

গৌতম গম্ভীরকে দলে না নেয়ায় খুজতে হচ্ছে নতুন অধিনায়ক। তাই আইপিএলের আসন্ন মৌশুমে নতুন অধিনায়কের তালিকায় কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডের বেশ কয়েকজন তারকা অধিনায়কের দাবিদার ছিলেন৷ উঠে এসেছিল বেশ কয়েকটি নামও৷

দলের কোচ জ্যাক ক্যালিস ইঙ্গিত দিয়েছিলেন বিদেশী অধিনায়কের৷ সেক্ষেত্রে ক্রিস লিন ছিলেন প্রথম সারিতে৷ তবে ভারতীয় তারকাদের মধ্যে রবিন উথাপ্পার কেকেআরের নতুন অধিনায়ক হওয়ার সম্ভাবনাও ছিল প্রবল৷ তবে সকলকে টপকে বাজিমাৎ করেন অন্য এক তারকা৷ তিনি অন্য কেউ নন, সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার রিজার্ভ উইকেটকিপার দীনেশ কার্তিক৷

রবিবার সকালে দীনেশ কার্তিকের হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দিল কেকেআর৷ সহঅধিনায়ক বেছে নেওয়া হয়েছে ভারতের আর এক পার্টটাইম উইকেটকিপার রবীন উথাপ্পাকে৷ হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে খেলতে নেমে ক্রিস লিনের কাঁধে চোট পাওয়াতেই হয়ত কার্তিকের ভাগ্যে খুলে গেল৷