কিশোরগঞ্জ যাচ্ছেন সাকিব-মুস্তাফিজ

কিশোরগঞ্জে ক্রিকেট লিগকে সামনে রেখে ব্যাপক আয়োজন ও প্রস্তুতি চলছে। ক্রিকেট জ্বরে কাঁপছে সৈয়দ নজরুলের স্মৃতিধন্য এ জেলা। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করতে কিশোরগঞ্জ যাচ্ছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাবা এবং সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামে প্রথম বিভাগ ক্রিকেট লিগ চালু হচ্ছে কিশোরগঞ্জে। শনিবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করার জন্য সাকিব-মোস্তাফিজকে কিশোরগঞ্জ আনছেন বিসিবি সভাপতি।

প্রথম বিভাগ ক্রিকেট লিগের আয়োজক সূত্রে জানা যায়, এ লিগে ১৬টি দল অংশ নেবে। দলগুলো হলো- মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, সদরুল আলম স্মৃতি সংসদ, নগুয়া ক্রিকেট ক্লাব, শাহ আলম মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, শহীদ জাকির স্মৃতি সংসদ, এলাইড ক্লাব, বিট ক্রিকেট কোচিং সেন্টার, কুটিগির্দ্দী বয়েজ ক্লাব, চাঁদের হাট, অজয় স্মৃতি সংসদ, সৃষ্টি নবীন মেলা, সূর্য সংঘ, মঈনূল স্মৃতি ক্রিকেট ক্লাব, রথখলা ক্রিকেট ক্লাব, উদয়ন ক্রিকেট ক্লাব ও নবদিগ ক্রিকেট ক্লাব।

লিগের এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, ক্রিকেট লিগ পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামিল, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবদুল্লাহ আল মাসউদ, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ।