কুমিরকে গুলি করে পেটে থেকে যুবকের হাত-পা উদ্ধার

কুমিরকে ভয় পায়না এমন মানুষের সংখ্যা কম নয়। মাঝেমধ্যেই শুনা যায় কুমিরের আক্রমণে মানুষের মৃত্যুর খবর। বিশাল কুমিরের পেটে পাওয়া গেল সত্যিই মানুষের হাত পা। ঘটনাটি ইন্দোনেশিয়ায়। প্রায় ২০ ফুট লম্বা কুমিরের পেটের ভেতর থেকে এক তেল শ্রমিকের হাত ও পা উদ্ধার করেছে পুলিশ।

আন্দি আসো এরাং নামের ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি গত দুই দিন আগে একটি নদীর কাছ থেকে নিখোঁজ হলে সেখান থেকে ওই ব্যক্তির জুতা ও মোটরসাইকেল পাওয়া যায়।

গত বৃহস্পতিবার ওই নদীর কালিমানতান অংশে এক ব্যক্তির হাত ও পাবিহীন মরদেহ ভেসে উঠে এবং ওই স্থানের কাছেই কুমিরটিকে দেখতে পাওয়া যায়।

স্থানীয় পুলিশ প্রধান টেডি জানায়, কুমিরটিকে দেখার পর তাদের সন্দেহ হয়। তারপর তারা সেটিকে গুলি করি। পরে কুমিরের পেটের ভেতর থেকে ওই ব্যক্তির হাত ও পা উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী আনিসা জানায়, তার স্বামী খাবার সংগ্রহের জন্য বের হয়েছিল। কিন্তু তার এমন পরিস্থিতির হবে, তা সে কখনোই ভাবিনি। ইন্দোনেশিয়ায় পাম চাষের জন্য অবাধে বনভূমি ধ্বংস করার ফলে বন্য প্রাণীরা প্রায়ই লোকালয়ে চলে আসে। যার ফলে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটছে।