খালেদা জিয়ার জামিন ঠেকাতে যা করেছিলেন অ্যাটর্নি জেনারেল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৪মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। অন্য কোন মামলায় তাকে গ্রেফতার না দেখানো হলে আগামীকালই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া।

তবে এসময় খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করেন সরকার পক্ষের ও অ্যাটর্নি জেনারেল। আদালতে দুই দিনের জন্য জামিন আদেশ স্থগিত রাখতে অ্যাটর্নি জেনারেল আবেদন করেছিলেন, আদালত তা খারিজ করে দেন।

এদিকে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, হাইকোর্টের আদেশের পর এখন খালেদা জিয়ার মুক্তিতে আর কোনও বাধা নেই। কতগুলো নিয়ম আছে, সেগুলো মেনে আদেশ কারাগারে পৌঁছালেই খালেদা জিয়া মুক্ত হবেন। শিগগিরই তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন।