টি-২০ তে প্রথম পাকিস্তানি হিসেবে দারুণ মাইলফলক গড়লেন শোয়েব মালিক!

চলছে পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসর। আর চলতি এই আসরেই পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অন্যতম একজন সেরা খেলোয়াড় শোয়েব মালিক গড়েছেন দারুণ এক রেকর্ড। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামে তার দল মুলতান সুলতানস। আর সেই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়েই এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

আর সেই মাইলফলকটি হল দেশের হয়ে ৩০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলা। তিনিই পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে দুর্দান্ত এই মাইফলক স্পর্শ করলেন। ৩৬ বছর বয়সী এই পাকিস্তানি তারকা জাতীয় দলের পাশাপাশি ১৫টি ভিন্ন ভিন্ন দলের হয়ে এই ৩০০ ম্যাচ খেলেছেন। একই সঙ্গে বিভিন্ন দলকে ৯৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।

এছাড়াও পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকার তিনি একজন। জাতীয়, আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের লিগে খেলে এখন পর্যন্ত মোট ৭৬৫৩ রান করেছেন তিনি। এছাড়াও টি-টোয়েন্টিতে ৪৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তার এবং টি-টোয়েন্টিতে তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ৯৫।