ঢাকা বাসির জন্য বিপদ ঘনিয়ে আসছে

আজ সোমবার সকালে ঢাকার আকশ হঠাৎ করেই ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। প্রায় ২ থেকে ৩ ঘন্টা এমন অবস্থা থাকে। বেলা ১১টার দিকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে থাকে। ফাল্গুন পেরিয়ে আজ চৈত্র মাসের ৫ তারিখ পড়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বল্রন, ‘তাপমাত্রা কমে যাওয়ায় বাতাসে আর্দ্রতার সঙ্গে ধুলোবালি মিশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সকালে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল তাতে দৃষ্টিসীমা নেমে এসেছিল এক হাজার থেকে ২ হাজার মিটারের মধ্যে। এই রকম কুয়াশাকে আবহাওয়া বিদ্যার ভাষায় বলা হয় মিস্ট (ধোঁয়াশা)।

তিনি আরও বলেন,এটা বায়ু দূষণ নয় এমন ধোঁয়াশা যদি কয়েক দিন এবং দীর্ঘ সময় ধরে থাকে তাহলে সেটাকে বায়ু দূষণের কারণ বলা আমরা আক্ষ্যায়িত করি । কিন্তু আজ যেহেতু কম সময় ছিল তাই এটা যে বায়ু দূষণের কারণে হয়েছে তা বলা যাবে না ।

তবে ঢাকা দিন দিন বসবাসের অযগ্য হয়ে পড়ছে । বিশ্বের বসবাসের অযোগ্য তালিকায় উঠেছে ঢাকার নাম।