তরুণীকে ধর্ষণ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার গ্রেফতার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভারতের শিলিগুড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার৷ নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ কলকাতা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে৷

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শুভেন্দু তালুকদার। নির্যাতিতা তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার কলকাতার কসবা থানার সাহায্য নিয়ে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে৷ তার বিরুদ্ধে ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ভীতি প্রদর্শন, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে৷ কলকাতা থেকে গ্রেফতারের পর দু’দিনের ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে৷

পুলিশ সূত্রের খবর, ধৃত হিলকার্ট রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় লোন বিভাগে কর্মরত ছিল৷ গত বছর সে কলকাতায় বদলি হয়ে যায়। ২০১১ সালে অভিযোগকারী মহিলার সঙ্গে লোন সংক্রান্ত বিষয় নিয়ে তার পরিচয় হয়৷ তার কিছুদিন আগেই মহিলার বিবাহ বিচ্ছেদ হয়েছিল৷ শক্তিগড়ে একটি ভাড়া বাড়িতে মা ও মেয়ের সঙ্গে তিনি থাকতেন৷ কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি ও মহিলার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে৷ বিবাহিত হওয়া সত্ত্বেও অভিযুক্ত মহিলাকে বিবাহের প্রস্তাব দেয়৷ এরপর শিলিগুড়ির একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ৷