দীনেশ-কালিস ছাড়াই আইপিএল-এর প্রস্তুতি শুরু কলকাতার

আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইটরাইডার্স। কিন্তু প্রস্তুতি শিবিরে নেই অধিনায়ক দীনেশ কার্তিক এবং হেড কোচ জাক কালিস। কার্তিককে সম্প্রতি অধিনায়ক নির্বাচিত করেছে নাইটরাইডার্স। কার্তিকের ডেপুটি হিসেবে কাজ করতে দেখা যাবে রবিন উত্থাপ্পাকে। তিনি অবশ্য কেকেআর-এর প্রস্তুতিতে যোগ দিয়েছেন। কার্তিক কবে কেকেআর-এর প্রস্তুতিতে যোগ দেবেন তা অবশ্য এখনও জানা নেই। এই মুহূর্তে দেশের নায়ক কেকেআর অধিনায়ক। নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে ছক্কা মেরে কার্তিক এখন জাতীয় নায়ক। কীভাবে বদলে গেলেন তিনি, তা নিয়ে চলছে নিরন্তর আলোচনা। কার্তিকের রূপান্তর নিয়ে উঠে আসছে নানা তথ্য।

সেই কার্তিককে ছাড়াই শুরু হয়ে গিয়েছে কেকেআর-এর প্রস্তুতি শিবির। শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে এসেছেন তিনি। দিনকয়েক বিশ্রামের দরকার তাঁর। ছুটি কাটিয়ে নাইটদের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন কার্তিক। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার কালিস কী কারণে প্রস্তুতি শিবিরে নেই তা অবশ্য জানা যায়নি। কবে যোগ দেবেন, তাও এখন জানা নেই।

এদিকে, ৮ এপ্রিল থেকে আইপিএল অভিযান শুরু করছে কেকেআর। নাইটদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।