নতুন এক আফ্রিদিকে খুঁজে পেল পাকিস্তান!

নতুন এক আফ্রিদি পেল পাকিস্তান। তবে তিনি অলরাউন্ডার নন বরং তিনি একজন বোলার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে ৮ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন ১৭ বছর বয়সী শাহিন শাহ আফ্রিদি। এবার পিএসএলে বল হাতে আবারো চমক দিলেন তিনি। মুলতান সুলতানসের বিপক্ষে চার রান দিয়ে পাঁচটি উইকেট নেন তিনি।

মুলতান সুলতানসের বিপক্ষে ৩.৪ ওভার বল করে একটি ওভার মেডেন দিয়ে চার রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে খেলা শাহীন শাহ আফ্রিদি। হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও হ্যাটট্রিক করতে পারেননি তিনি। ১৬ তম ওভারের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে উইকেট পান তিনি। এছাড়াও ২০তম ওভারে বোলিংয়ে এসে দুইটি উইকেট শিকার করেন তিনি।

তার বোলিংয়ে মুগ্ধ হয়ে পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি টুইটারে বলেন, ‘শাবাস শাহিন আফ্রিদি। একটা চ্যাম্পিয়ন তৈরি হচ্ছে। ‌কী দুরন্ত বোলিং করল শাহিন আফ্রিদি। এবারের টুর্নামেন্টের সেরা বোলিং।‌ ‌শাহিন আফ্রিদি। খুব শীঘ্রই বিশ্বের অন্যতম সেরা বোলার হয়ে উঠবে।’

এছাড়াও পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা বলেন, ‘নতুন তারার জন্ম হল। সবচেয়ে কম বয়সে পিএসএলে একটি ম্যাচে ৫ উইকেট দখল করল শাহিন। এক ওভারে মেডেন সহ ৩ উইকেট। ১৮টি ডট বল। ‌দুর্দান্ত বোলিং করল শাহিন আফ্রিদি। মুলতানকে একাই শেষ করে দিল।’