নতুন মাইল ফলকে মেসি জানলে অভাক হবেন

ফুটবল বিশ্বের ক্ষুদে যাদুকর খ্যাত তাঁরকা এই ফুটবলার মেসি কোথায় থামবেন? এই প্রশ্নের উত্তর হয়তো মেসি নিজেও জানে না। একের পর এক রেকর্ডের পাহাড় গড়ে নিজেকে তুলে চলেছেন অন্য উচ্চতায় যেখানে পেলে- ম্যারাডোনাদের বসবাস।

গতকাল ৩ মার্চ মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো লা লিগায় নিজের ৩০০ গোল পূরণ করেছে। তা দেখে মেসি বসে থাকবেন কেন বা এমনটা ফুটবলবোদ্ধারাও কল্পনা করতে পারেন না। হয়ত মেসি নতুন এক রেকর্ডের মাইলফলক স্পর্শ করলেন।

লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে অসাধারণ এক ফ্রি কিক থেকে গোল করে ক্লাব এবং জাতীয় দলের হয়ে ৬০০ গোলের মালিক হয়ে যান মেসি তা হয়ত সবার জানা । গেল মৌসুমে মেসি বার্সেলোনার হয়ে ৫০০ তম গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এবার ক্যারিয়ারের ৬০০তম গোলটি করলেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।তবে এ কপ্তহা সত্য অ্যাটলেটিকো মাদ্রিদের রক্ষণভাগ বর্তমান সময়ের সবথেকে সেরা! গোলকিপার অবলাক ও ছিলেন দুর্দান্ত ফর্মে। সেই দলের বিপক্ষেই ফ্রি কিক থেকে চোখ ধাঁধানো এক গোল করলে মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রাখেন মেসি এমন কি গোটা বিশ্ববাসি ।
সংক্ষিপ্ত পরিসংখ্যানঃ
গোলের দিক দিয়ে অনেক দ্রুত সময়ে রোনালদোকেও টপকে গেছেন মেসি। রোনালদোর থেকে ১০০ ম্যাচ কম খেলেই ৬০০ গোল করলেন মেসি।
রোনালদো ৮৫৭ ম্যাচে খেলে করেছেন ৬০০ গোল
মেসি ৭৫৭ ম্যাচ খেলে করেছেন ৬০০গোল।
মেসি বার্সেলোনার হয়ে ৬২৪ ম্যাচে করেছেন ৫৩৯ গোল
এবং আর্জেন্টিনার হয়ে ১২৩ ম্যাচে করেছেন ৬১ গোল।