নিদাহাস ট্রফিতে ফাইনাল নিশ্চিত করল ভারত

গত কাল শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল রোহিত শর্মার দল।এর  আগে নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও ফিরতি ম্যাচে জয় ছিনিয়ে আনল ভারত। গতকাল বৃষ্টির কারণে এক ওভার কমে ১৯ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে স্বাগতিক শ্রীলঙ্কা ১৫২ রান করে। জবাবে ভারত ১৯ বল ভাতে রাখতেই জয় নিশ্চিত করে।

অধিনায়ক দীনেশ চান্দিমাল মম্যাচে ছিলেন না। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই লঙ্কান টপ অর্ডারদের তুলে নিয়ে সক্ষমতার দারুণ পরিচয় দেন ভারতীয় বোলাররা।লঙ্কান ইনিংসের সর্বোচ্চ রান করেন মেন্ডিস ৩৮ বলে ৫৫ রান।

ভারতের শুরুটা ভাল না হলেও, সুরেশ রায়না ও লোকেশ রাহুলের জুটিতে ম্যাচে ফিরেছিল ভারতীয় দল। এই দুইজন ফিরে গেলেও দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে মনিশ পান্ডে দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে তবেই মাঠ ছাড়েন।
স্কোর বোর্ড:

শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১৫২/৯ (মেন্ডিস ৫৫, থারাঙ্গা ২২, সানাকা ১৯। শারদুল ২৭/৪, সুন্দর ২১/২)।

ভারত: ১৭.৩ ওভারে ১৫৩/৪ (মনিশ ৪২*, কার্তিক ৩৯*, রায়না ২৭। ধনঞ্জয়া ১৯/২)।

ফল: ভারত ছয় উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : শারদুল ঠাকুর (ভারত)।