প্রশ্ন ফাঁস হবে না- এমন গ্যারান্টি কেউ দিতে পারে না : সচিব

আগামী ২ এপ্রিল থেকে একযোগে শুরু হচ্ছে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা । পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে অন্তত ডজন খানিক উদ্যোগ হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুধু উদ্যোগ হাতে নেওয়া নয় তার বাস্তবায়ন করতে কার্যকারী ব্যাবস্থা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়, তবে প্রশ্ন ফাঁস হবেই না- এমন শতভাগ গ্যারান্টি দিতে পারেনি এ মন্ত্রণালয়।

গত এসএসসিও সমমানের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে তাতে বলা হয়েছে,- এসএসসিতে প্রশ্নপত্র আংশিক ফাঁস হয়েছে। এ ফাঁস হওয়া প্রশ্নপত্র পেয়েছে মোট পরীক্ষার্থীর শূন্য দশমিক ২৯ শতাংশ।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ১০০ নম্বরের মধ্যে মাত্র সাড়ে ৭ নম্বরের প্রশ্ন ফাঁস হয়েছে। অথচ গণমাধ্যমে প্রচার করা হয়েছে অন্যভাবে। তিনি আরো বলেন,মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে পেয়েছেন, মোট পরীক্ষার্থীর মাত্র দশমিক ২৯ শতাংশ ফাঁস হওয়া প্রশ্ন পেয়েছে। সংখ্যায় তারা কমবেশি ৫ হাজারের মতো। অথচ মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ।

সচিব আর বলেন,প্রশ্ন ফাঁস হবে না- এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে তারা চেষ্টা করে যাচ্ছেন ফাঁস ঠেকাতে।