‘ফাইনাল ম্যাচে পুরো স্টেডিয়ামের কেউ আমাদের সমর্থন দেয়নি’

নিদহাস ট্রফির শেষ বলের নাটকীয়তায় বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় অলটাইম ফর্মে থাকা টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচে বাংলাদেশ দলের সমর্থক যে কেউই ছিলো না সেটা টিভি পর্দায় ফুটে উঠেছিলো। আর মাঠে তো ছিলো আরো ভয়াবহ অবস্থা। ফাইনাল ম্যাচের স্টেডিয়ামের সেই অবস্থার কথা জানান টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

সুজন বলেন ,’‘ফাইনালের আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় আরও বেশি চাপ ছিল। সেটা খুবই স্বাভাবিক ছিল। কারণ স্বাগতিক দেশের সঙ্গে খেলা। দর্শক তো আমাদের বিপক্ষে থাকবেই, এটা খুবই স্বাভাবিক। ফাইনালে স্বাগতিক দেশ ছিল না, কিন্তু তাদের সমর্থন আমাদের বিপক্ষে ছিল। বাংলাদেশের হয়ে পুরোই হতাশ আমি। আমাদের বাংলাদেশি সমর্থকও ছিল বেশকিছু। কিন্তু সবার মাঝে তাদের আওয়াজটা খুবই কম হয়েছে। তবে এটা খেলারই অংশ। হয়ত আমরা শ্রীলঙ্কার শত্রু ছিলাম, আমাদের কারণে তারা ফাইনালে উঠতে পারেনি, তারা আক্রোশ থেকে বাংলাদেশের বিপক্ষে সমর্থন দিয়েছে।’

সুজন আরো বলেন ,’‘বলবো না যে ওইভাবে প্রতিবাদ করাটা ঠিক ছিল। কারণ দিনশেষে এটা খেলা। সাকিব যেটা করেছে পুরো আবেগি হয়ে করেছে হয়ত। তবে আমরাও দেখছিলাম নো-বল ডাকা হয়েছে। তারপরও নো-বল কেন দেয়া হবে না। আম্পায়াররাও জানেন। আম্পায়াররা যে ভুল করেছে সেটা সবাই জানে। হয়তবা একটু বেশি প্রতিবাদ হয়ে গেছে। যেহেতু এটা আন্তর্জাতিক ম্যাচ, টিভিতে দেখায়। তবে আমি মনে করি, একদিক থেকে সাকিবের আক্রমণাত্মক হওয়া দরকার ছিল।’