ফাইনাল ম্যাচ নিয়ে যা বললেন দিনেশ কার্তিক!

নিদাহাস ট্রফির ৬ষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ জয় লাভ করে বাংলাদেশ। এরই ফলে ত্রিদেশীয় এই সিরিজের ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। আজ রবিবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।

আর আজকের ম্যাচে ভারতের যে কোন দলেরই বাংলাদেশের বিপক্ষে জেতা উচিৎ বলেই মনে করছেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক। আজকের ম্যাচে শিশিরের প্রভাব থাকতে পারে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি শিশির পড়ে তাহলে পরে ব্যাট করা দলের জন্য রান তাড়া করা সহজ হয়ে যাবে। আর শিশির না থাকলে দু’দলের জন্যই রোমাঞ্চকর একটা ম্যাচ হবে।’

অন্যদিকে ম্যাচে নিয়ে তিনি বলেন, ‘ভারত ক্রিকেট-পাগল এক দেশ। তারা শুধু জয় দেখতে চায়। আমরা প্রথম সারির দল না দ্বিতীয় সারির দল নিয়ে খেলছি তাতে সমর্থকদের কিছু যায় আসে না। আমরা যদি বাংলাদেশের বিপক্ষে জিতি তবে সবাই বলবে, এটা জেতারই ম্যাচ। আর যদি হারি তবে বলবে, ওহো বাংলাদেশের বিপক্ষে হারলে তোমরা!’