ফিজে ভরসা লঙ্কান ধারাভাষ্যকারের

আর কিছুক্ষন পরেই শুরু হতে যাচ্ছে নিদহাস ট্রফির ফাইনাল। সেই ম্যাচের আগে শ্রীলঙ্কার জনপ্রিয় ধারাভাষ্যকার রাসেল অরনল্ড আসেন জনপ্রিয় ওয়েভসাইট ক্রিকইনফোর এক সাক্ষাতকারে, সেই সাক্ষাতকারে রাসেল তুলে ধরেন বাংলাদেশের বিভিন্ন দিক। সেই তালিকায় উঠে আসে ফিজের বিষয়টিও।

রাসেল বলেন ,’ আমার মতে তার কিছুটা পরিবর্তন হয়েছে। তার বোলিংয়ের লেন্থে কিছুটা পরিবর্তন এসেছে। এর আগে সে স্লোয়ার বলে এবং ফুলার লেন্থ বলে দারুণ কার্যকরী ছিলো। এখন তার খেলা কিছুটা বদলেছে, তবে আমি মনে করি সে দ্রুতই এটি ঠিক করে ফেলবে, সে খুঁজে বের করতে পারবে কি কি পরিবর্তন আনতে হবে তার বোলিংয়ে।’

রাসেল আরো বলেন ,’তাকে লেন্থের প্রতি সতর্ক থাকতে হবে যেন সে আবারো কার্যকরী বোলিং করতে পারে। হ্যাঁ সে যেমনটা ছিলো আগে এখন তেমনটি নেই, তবে একজন ব্যতিক্রমধর্মী বোলার কিংবা ব্যাটসম্যানের জন্য এটি স্বাভাবিক- আপনি সর্বদা সর্বোচ্চ স্ট্যান্ডার্ড খুঁজবেন, কিন্তু তাকিয়ে দেখুন সে তার কাজটি ভালোভাবেই করছে।