ফ্রান্সকে হারিয়ে শক্তির জানান দিল কলম্বিয়া

ম্যাচের শুরুতেই জোড়া গোলে পিছিয়ে পড়েও শক্তিশালী ও বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্সকে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়ে গেল ল্যাতিন আমেরিকার দল কলম্বিয়া। ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ে শেষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হামেস রোদ্রিগেজের দল।

ম্যাচের শুরুতে মাত্র ১১ মিনিটের মাথায় অলিভার জিরদের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ২৬ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পের পাস থেকে থমাস লিমারের গোলে ব্যবধান দ্বিগুন করে ফ্রান্স। দুই্ গোলে পিছিয়ে পড়ে কলম্বিয়ার পাল্টা আক্রমন শুরু।

২৮ মিনিটের মাথায় প্রথম গোলটি শোধ করে কলম্বিয়া। হামেস রোদ্রিগেজের পাস থেকে লুইস মুরিয়েলের গোলে ব্যবধান কমায় ল্যাতিন দলটি। বিরতি পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে ১-২ গোলেই পিছিয়ে ছিল তারা।

বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে খেলায় সমতা ফেরায় কলম্বিয়া। এবার রদ্রিগেজের পাস থেকে কলম্বিয়ার হয়ে গোল করেন দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রাদামেল ফালকাও। আর ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি থেকে হুয়ান কুইনটেরোর গোলে ফ্রান্সের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া।