বাংলাদেশের রেকর্ড ব্রেকিং জয় নিয়ে এবার যা বলল ভারত!

শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফির শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে হার দিয়েই টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ফিরেছে বাংলাদেশ। ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান করে শ্রীলঙ্কা। ফলে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ২১৫।

২১৫ রানের তাড়া করতে শুরু থেকেই জ্বলে উঠে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও লিটনের দারুণ শুরু করা ইনিংসটিকে জয়ে পোঁছে দেয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ৩৫ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচের জয়ের নায়ক তিনিই। পাঁচ উইকেটে লঙ্কানদের বিপক্ষে জয় পায় বাংলাদেশ।

আজ রোববার অনুশীলন শেষে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় পেসার জয়দেব উনাদকাট। বাংলাদেশের জয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের রান তাড়া অসাধারণ হয়েছে। এই সংস্করণে ২১৪ রান টপকানো দারুণ ব্যাপার। চাপের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটা বাংলাদেশ দারুণভাবে করতে পেরেছে। নিশ্চয়ই পরিকল্পনাগুলো খুব ভালোভাবে কাজে লাগিয়েছে তারা। দেখে মনে হয়েছে, তারা জানত লঙ্কান বোলাররা কিভাবে বল করবে।’