বাংলাদেশের সাথে না খেলতে এ কেমন অজুহাত অস্ট্রেলিয়ার!

সম্প্রতি বাংলাদেশ দলের পারফমেন্স চমক দেখিয়েছে ক্রিকেট বিশ্বকে । ক্রিকেটের তিন ফর্মেটেই উন্নতি করেছে টাইগাররা। বাংলাদেশ দলের এই পারফমেন্সে যেন একরকম ইর্ষান্বিত হয়েছে অনেকে। এফটিপি অনুসারে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দলের সিরিজ খেলার কথা রয়েছে এ বছর। হেরে যাওয়ার ভয়ে বাংলাদেশ দলের বিপক্ষে খেলতে আগ্রহ দেখাচ্ছে না তারা। তাই নানান অজুহাতে সেই সিরিজ পিছিয়ে দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ বছর আগস্টে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেললে অস্ট্রেলিয়া নাকি আর্থিকভাবে লাভের মুখ দেখতে পায় না। এই অজুহাতে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে চাচ্ছে না। টেস্টের পরিবর্তে অস্ট্রেলিয়াকে পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি।

এনিয়ে বিসিবির এক পরিচালক বলেন, ‘অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলবে না বলে জানিয়েছে। কিন্তু আমরা টেস্টের পরিবর্তে আগস্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি। আশা কির ইতিবাচক কিছু হবে।’