বাংলাদেশ এখন যেকোন দলকেই হারাতে সক্ষম

ঘরের মাটিতে ২০১৮ সালের শুরুটা দুর্দান্ত হলেও কয়েক ম্যাচের ব্যবধানেই সব উলট পালট হয়ে যায় বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজ হেরেছে শ্রীলঙ্কার কাছে। এরপর টেষ্ট ও টুয়েন্টি সিরিজেও নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। আর সর্বশেষ হেরে যাওয়া টি-টুয়েন্টি ম্যাচ দিয়েই আবারো মাঠে নামছে বাংলাদেশ। এবার তারা খেলতে যাবে শ্রীলঙ্কা নিদহাস ট্রফিতে। আর এই ট্রুনামেন্টেই বাংলাদেশকেও শক্তিশালী দল বলেই মন্তব্য করলেন গাভাস্কার।

টাইমস অব ইন্ডিয়ার এক কলামে তিনি লিখেন, টুয়েন্টিতে বাংলাদেশ যেকোন দলকেই হারানোর ক্ষমতা রাখে। বাংলাদেশ এখন এই ফরম্যাটে যথেষ্ট পরিণত। বিশেষ করে বিপিএলের পর তারা অনেক উন্নতি করেছে। তাদের খেলার জায়গা অনেক উপরে নিয়ে গেছে।

বর্তমানে ভয়হীন ক্রিকেট খেলছে বাংলাদেশ বলেও মন্তব্য করেছেন এই ভারতীয়। এজন্য বিপিএলকেই কৃতিত্ব দিয়েছেন তিনি। তিনি বলেন, তারা টি-টুয়েন্টিতে অভিজ্ঞ হয়েছে এমনটা নয় বরং বাড়তি পাওনা হিসেবে বিশ্বের সেরা খেলোয়ারদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করে তাদের কাছ থেকে অনেক কিছু শিখছে। এর কারনে এখন তারা ভয়হীন ক্রিকেট খেলে এবং যেকোন দলকেই হারাতে সক্ষম।