বাংলাদেশ- মিয়ানমার সীমান্তে ফের উত্তেজনা

সীমান্তে উত্তেজনা কিছুতেই যেন থামছে না। তমব্রু সীমান্তে আবার সশস্ত্র অবস্থান নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী । এমন উদ্ভূত পরিস্থিতিতে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় একমাস ধরে সীমান্তের শূন্য রেখায় অবস্থান নিয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েক শত রোহিঙ্গা নাগরিক। গতকাল সীমান্তে আবার মিয়ানমার আবার সেনা মোতায়েন করলে শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শূন্য রেখার উয়ত্তেজনার ব্যাপরে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনজুরুল হাসান বলেন, ‘তমব্রু সীমান্ত এলাকা বর্তমানে শান্ত রয়েছে এবং সেখানে মোতায়েন করা বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। উদ্বিগ্ন হওয়ার মতো তেমন কিছু হয়নি। আর যেকোনো পরিস্থিতি মোকাবেলা জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।’

উল্লেখ্য যে গত শুক্রবার তমব্রু সীমান্তে বিজিবি এবং বিজিপির মধ্যে পতাকা বৈঠকের পর শনিবার ওই এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় মিয়ামনার সেনাবাহিনী।