বার্সালোনা বনাম অ্যাতলেটিকো, দুই দলের সম্ভাব্য একাদশ

লা লিগার সম্ভাব্য শিরোপা নির্ধারনী ম্যাচ হতে যাচ্ছে এবারের বার্সালোনা বনাম অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটি। অনেকের মতেই এটিই হতে যাচ্ছে শিরোপা নির্ধারনী ম্যাচ। কারন, লা লিগায় এই মুহুর্তে সবার উপরে আছে বার্সালোনা। তাদের পয়েন্ট ৬৬। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৬১ পয়েন্ট। এই ম্যাচে যদি অ্যাতলেটিকো জিতে তাহলে দুই দলের পয়েন্ট ব্যবধান কমে নেমে আসবে ২ এ। অন্যদিকে বার্সালোনা জিতলে পয়েন্ট ব্যবধান হবে ৮। তাই এই ম্যাচটিই দুই দলের জন্যই খুবুই গুরুত্বপূর্ন।

বার্সালোনা নাকি আ্যাতলেটিকো? কোন দলের আক্রমন ভাগ সেরা?

দারুন ছন্দে আছে বার্সালোনা। লা লিগায় তারা এখনো চলছে অপ্রতিরোধ্য ভাবে। টানা ৩৩ ম্যাচ অপরাজিত তারা। দুর্দান্ত ছন্দে আছে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। দুজনেই এবারের লা লিগায় শীর্ষ গোল দাতার তালিকায় আছেন। সেই সাথে আছে আক্রমন ভাগের আরেক তারকা কৌতিনহো।

অন্যদিকে অ্যাতলেটিকো মাদ্রিদও আছে দারুন ফর্মে। তাদের আক্রমন ভাগের তারকা গ্রীজম্যান তো শেষ ২ ম্যাচেই করল ৭ গোল। সাথে অ্যাতলেটিকোর আক্রমন ভাগ আরো শক্তিশালী হয়েছে ডিয়াগো কস্তার কল্যানে। চেলসি ছেড়ে অ্যাতলেটিকোতে এসে এখন দলটির আক্রমনের তীব্রতা বাড়িয়েছেন এই স্পানিশ তারকা। তারাই হতে পারে এবারের বার্সা বধের মিশনের নেতা।

দুই দলের সম্ভাব্য একাদশ:

বার্সালোনার সম্ভাব্য একাদশ: টার স্টেগান, জর্দি আলভা, উমিতি, পিকে, সার্জিও রবার্তো, ইনিয়েস্তা, বুসকেটস, রাকিটিচ, কৌতিনহো, সুয়ারেজ, মেসি।

অ্যাতলেটিকো মাদ্রিদের সম্ভাব্য একাদশ: ওবলাক, ফিলিপ লুইস, গডিন, গিমেনেজ, ভারসালজকো, কোকে, গাভি, থমাস, সউল, গ্রীজম্যান, ডিয়াগো কস্তা।