বার্সায় তোমাকে আর প্রয়োজন নেইঃ নেইমারকে মেসি!

গত আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। এর পর থেকেই দ্যুতি ছড়াচ্ছেন তিনি। এরই মধ্যে নিজেকে প্যারিসের প্রিন্স হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে দলীয় পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছেন ব্রাজিলিয়ান এ সুপার তারকা।

এছাড়াও সন্তুষ্ট নন কৃষ্টি-কালচারে সমৃদ্ধ নগরীর সতীর্থদের পারফরম্যান্সেও। ফলে তাদের ব্যর্থতায় সদ্যই অনুষ্ঠিত হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছেন পারিসিয়ানরা। এখনি তার ভবিষ্যৎ নিয়ে শংকায় পড়েছেন নেইমার। তাই আবার ফিরতে চান সাবেক ক্লাব বার্সেলোনায়।

এ প্রসঙ্গে ইংল্যান্ডের ডেইল স্টার পত্রিকার উদ্বৃতি দিয়ে স্প্যানিশ পত্রিকা দিয়ারিও গোল রিপোর্ট প্রকাশ করেছে, ‘বার্সার এ মুহূর্তে মোটেও প্রয়োজন নেই নেইমারের। কারণ, ইতোমধ্যেই লা লিগা শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে বার্সা। এমনকি সাবেক সতীর্থকে নাকি বার্তা পাঠিয়েছেন মেসি। নেইমারকে তিনি বলে দিয়েছেন, এ মুহূর্তে তাকে আর প্রয়োজন নেই বার্সার।’

অন্যদিকে স্প্যানিশ পত্রিকা এএস ইতোমধ্যেই জানিয়েছে, ‘পিএসজির যদি নেইমারকে বিক্রি করতে চায়, তাহলে রিয়াল মাদ্রিদ ৪০০ মিলিয়ন ইউরো (প্রায় ৪ হাজার কোটি টাকা) নিয়ে প্রস্তুত রয়েছে তাকে কেনার জন্য। ‘