বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকে সর্বনিম্ন যত হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পাবেন

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত প্রত্যেকের পরিবার সর্বনিম্ন ২৫ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পাবেন। বাংলাদেশের সিভিল এভিয়েশন আইন অনুযায়ী, এই টাকা দেওয়া হবে। ইউএস বাংলা-এয়ারলাইন্স প্রতিটি যাত্রীর বীমা করেছে। সে অনুযায়ী, প্রতিটি যাত্রী ক্ষতিপূরণ হিসেবে বীমার এই টাকা পাবেন।

সোমবার (১৩ মার্চ) দুপুরে সচিবালয়ে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন এসব কথা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নেপালের দুর্ঘটনায় নিহতদের ব্যক্তির স্বজনদের মানসিক ট্রমা সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রথমবারের মতো বিমানবন্দরে একটি কন্ট্রোল রুম খুলেছি। সেখানে আমাদের প্রশিক্ষিত লোক রয়েছে।

তিনি বলেন, কন্ট্রোল সেন্টারের দায়িত্বে রয়েছেন ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক ইউসুফ আলী। এছাড়া এই কাজের জন্য আমাদের ৭১ জন প্রশিক্ষিত লোকবল আছে। যারা সবাই উপসচিব পর্যায়ের। এই কন্ট্রোল রুমটি বিমানবন্দরের নিচ তলায় চামেলী হলের পাশে খোলা হয়েছে।