বিশ্বকাপ বাছাই পর্বে সুপার সিক্সে উঠল যারা

বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ পর্ব শেষ হয়েছে। আর এর মধ্যে নিশ্চিত হয়েছে কোন ছয় দল উঠছে সুপার সিক্সে। তবে দুই গ্রুপের মধ্যে তুলনামুলক ভাবে কিছুটা উত্তেজনা ছিল বি গ্রুপেই।

বি গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। দুই নম্বরে থেকে পরের রাউন্ডে উঠেছে স্কটল্যান্ড। লড়াইটা হয়েছে তৃতীয় দলটি নিয়ে। প্রথম তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকেই বিদায়ের আশঙ্কায় ছিল ফেভারিট আফগানিস্তান। আর সম্ভাবনা ছিল স্কটল্যান্ডের। তবে শেষ ম্যাচে পুচকে নেপালের কাছে হেরে গিয়ে স্বপ্ন ভঙ্গ হয় স্কটল্যান্ডের। চার ম্যাচ শেষে নেপাল, স্কটল্যান্ড, আফগানিস্তানের পয়েন্ট ছিল সমান ২। তবে নেট রান রেটে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠেছে আফগানিস্তান।

এদিকে গ্রুপ এ থেকে সবার উপরে থেকেই সুপার সিক্সে উঠেছে ওয়েস্টইন্ডিজ। দ্বিতীয় হয়েছে আয়ারল্যান্ড ও তৃতীয় দল হিসেবে উঠেছে আরব আমিরাত।