বিশ্বকাপ-স্বপ্ন শেষ রশীদ-নবীদের!

গত কয়েকবছরে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলে আন্তর্জাতিক আঙিনায় বেশ সাড়া ফেলে দিয়েছে আফগানিস্তান। ক্রিকেট বিশ্বে তাদেরকে নতুন শক্তি হিসেবে ধরা হচ্ছে। যেখানে ক্রিকেট বিশ্বের প্রতিষ্ঠিত দল গুলোকে হারিয়ে দেয় তারা সেখানে সেই আফগানিস্তানই কিনা বিশ্বকাপ বাছাইপর্বে হংকং-স্কটল্যান্ডের মতো দলের কাছে হেরে যায়।

চলতি বিশ্বকাপ বাছাইপর্বে এমনটিই হয়েছে। একে একে তিনটি ম্যাচ হেরেছে আফগানরা। স্কটল্যান্ড, জিম্বাবুয়ের পর এবার হংকংয়ের কাছেও হারল রশিদ খানের দল। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে হংকংয়ের কাছে ৩০ রানে হেরে যায় দলটি। আর তাই ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপে দেখা নাও যেতে পারে আফগানিস্তানকে।

কারণ টানা তিন হারে বাছাইপর্ব থেকে একরকম ছিটকেই গেছে দলটি। স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও হংকংয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বলতে গেলে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানের। তবে তারা যদি ২০১৯ বিশ্বকাপে খেলতে চায় তাহলে পরের ম্যাচগুলোতে শুধু জিতলেই হবে না একই সঙ্গে প্রতিপক্ষের হার এবং হারের ব্যবধানে নির্ভর করছে তাদের বিশ্বকাপ-স্বপ্ন।