‘বুলবুল চাইলে বাংলাদেশ দলের কোচ হতে পারে’

কিছুদিন আগে এক গনমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে আকরাম খান জানিয়েছিলেন বিসিবির কোচিং এ দেওয়ার প্রস্তাবে বুলবুল না জানিয়েছেন। এরপর পরেই নিজের প্রতিক্রিয়া জানান বুলবুল। বুল্ববুল বলেন ,’ এমন কিছুই জানানো হয়নি বোর্ড থেকে।

আর এবার বুলবুলকে কোচ হওয়ার প্রস্তাব দিলেন আকরাম। আকরাম বলেন ,’

‘বোর্ডে দুর্জয়, সুজন আমরা কিন্তু নির্বাচন করে এসেছি। তাকেও (বুলবুল) আমরা মৌখিকভাবে বলেছিলাম কোচ হিসেবে কাজ করতে। সে যেহেতু অস্বীকার করেছে! খেলোয়াড় হিসেবে বাংলাদেশকে সে অনেক কিছু দিয়েছে। যদি ইচ্ছা প্রকাশ করে অবশ্যই আমরা তাকে বিবেচনা করবো। অনূর্ধ্ব-১৯ দল আছে, একাডেমি ও এইচপি টিম আছে। সেখানে কাজ করতে পারে। ওর আগ্রহ এবং সময় দিতে পারে কিনা সেটাই গুরুত্বপূর্ণ।’

আকরাম মনে করেন এসব দলে কাজ করে নিজেকে প্রমাণ করতে পারলে ভবিষ্যতে জাতীয় দলের দরজা খুলতে পারে বুলবুলের, ‘বুলবুল আগ্রহ প্রকাশ করলে অবশ্যই আমরা তাকে চিন্তা-ভাবনা করবো। না করলে আমরা অন্য চিন্তা করবো। তার জন্য বিসিবির দরজা খোলা আছে। ভারতে রাহুল দ্রাবিড়ের মতো খেলোয়াড় অনূর্ধ্ব-১৯ দলে কাজ করছে। যুবদল কিন্তু জাতীয় দলের চেয়ে গুরুত্বপূর্ণ।’