ভারতের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের যে পরামর্শ দিলেন রফিক!

নিদাহাস ট্রফির শুরুটা ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের তাড়া করতে নেমে ৫ উইকেট ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ম্যাচটিতে বোলাররা প্রচুর রান দিয়েছেন। এমনকি মোস্তাফিজ ৩ উইকেট পেলেও দিয়েছেন ৪৮ রান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বোলাররা ভালো বল করেছে বলেই মনে করছেন বাংলাদেশ দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক।

তিনি বলেন, ‘পুরো খেলাতেই এলোমেলো কিছু ছিলো না। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিছু বলতে পারেন। বলতে পারেন রান দিয়েছে অনেক। কিন্তু ওদের দেখেন ওরা কেমন করেছে। যেমন উইকেটে খেলা হয়েছে তাতে ব্যাটসম্যানরা মারবেই। এখানে বোলারদের পারফরম্যান্স খারাপ হয়নি। আমি যখন যে দেশের খেলা দেখি তখন বোলিং ডিপার্টমেন্টটা ভালো করে দেখি। প্রথম দেখি বোলাররা কোন জায়গায় বল ফেলছে। বোলাররা একটি নির্দিষ্ট জায়গায় বেশি বল করেছে, নিয়ন্ত্রণও ভালো ছিল। ওরা ভালো ব্যাটিং করে রান নিয়েছে।’

তবে ভারতকে আলগা বল দিলে বড় সমস্যা হতে পারে বলেই মনে করছেন তিনি। তিনি বলেন, ‘হ্যাঁ, বলতেই পারেন আরেকটু ভালো করা হয়তো যেতে পারতো। উন্নতির জায়গা সবসময়ই থাকে। আশা করি পরের ম্যাচে সেটাও হবে না। ভারত খুব কঠিন প্রতিপক্ষ। ওদের আলগা বল দিলে বড় সমস্যা হতে পারে।’

এছাড়াও আগামীকালের ম্যাচ নিয়ে তিনি আরো বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে ভালো খেলেই জিতেছি আল্লাহর রহমতে। বেশ বড় রান তাড়া করে জিতেছি। তবে কাল কিন্তু খেলাটা ভারতের বিপক্ষে। দল যেমনই হোক। নামটা অনেক বড়। গতকাল ওরাও শ্রীলঙ্কার সঙ্গে ভালোভাবেই জিতেছে। দুই দলই মানসিকভাবে অনেক এগিয়ে। তবে ভারত ভারতই। এই সব টুর্নামেন্টে অনেকবারই চ্যাম্পিয়ন হয়েছে। তাই ওদের বিপক্ষে জিততে হলে সেরাটা খেলেই জিততে হবে। আর তা করতে পারলে (ভারতকে হারানো) অবশ্যই সম্ভব।’