ভিলিয়ার্স-গেইল নয়, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট যে ব্যাটসম্যানের

ওয়ানডে ক্রিকেটে মারকুটে ব্যাটসম্যান হিসেবেই পরিচিত গেইল, এবিডি ভিলিয়ার্সরা। তবে স্ট্রাইক রেটে কিন্তু তাদেরও পেছনে ফেলে দিয়েছে ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার। সাম্প্রতিক সিরিজে এই তারকার  স্ট্রাইক রেট ১১৮.০২। অন্তত ২ হাজারের উপর রান করেছে এমন তারকাদের মধ্যে তার স্ট্রাইক রেট সবচেয়ে বেশি।

তবে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল এখন খেলার মধ্যে না থাকলেও তাকে বিবেচনায় আনলে তার স্ট্রাইক রেট ১২৩.০৮।  ওয়েস্টইন্ডিজ তারকা আন্দ্রে রাসেলের স্ট্রাইক রেট ১৩০.৮১ তবে তার রান মাত্র ৯৮৫।

যদি রানকে বাড়িয়ে ৩ হাজার কিংবা তার বেশি নেয়া হয় তাহলে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট দাড়ায় আফ্রিদির। ৮০৬৪ রান করা আফ্রিদির স্ট্রাইক রেট ১১৭। এছাড়া ৮২৭৩ রান করা শেওয়াগের স্ট্রাইক রেট ১০৪.৩৩ ও ২০০৬ রান করা জেশন রয়ের স্ট্রাইক রেট ১০২.৬০।  মিলারের স্ট্রাইক রেট ১০১.১৩ এবং ভিলিয়ার্সের স্ট্রাইক রেট ১০১.০৯।