মেসবাহ-উল হককে আউট করার পর অন্য এক আফ্রিদি! দারুণ প্রশংসিত

শহীদ আফ্রিদি প্রায়ই ঝড় তুলেন ব্যাটে বলে। বল হাতে তো আরও জ্বলজ্বলে তার পারফরম্যান্স। পাকিস্তান সুপার লিগেও দেখিয়ে চলেছেন তার ভেল্কি।উইকেট নেয়ার পর আফ্রিদির উদযাপনটি তার ট্রেডমার্ক হয়ে গেছে। কাউকে শিকার বানালেই দুহাত উঁচিয়ে বিজয়ীর বেশে উদযাপন করেন সাবেক পাকিস্তান এ অধিনায়ক।

ইসলামাবাদ ইউনাইটেড অধিনায়ক মেসবাহ-উল হককে আউট করার পর এক অন্য আফ্রিদিকে দেখা গেলো। মেসবাহকে বোল্ড করে ফেরানোর পর ঘুরে দাঁড়িয়ে দুই হাত উপরের দিকে তুলছিলেন আফ্রিদি। তবে হঠাৎই থেমে যান। কোন উদযাপনই করেননি এরপর।

গত ১৮ মার্চ ইসলামাবাদের বিপক্ষে ম্যাচ ছিল দলটির। পিএসএলের তৃতীয় আসরে এখন পর্যন্ত ১৩টি উইকেট তুলে নিয়েছেন আফ্রিদি।

আফ্রিদির এমন অমায়িক আচরণে অভিভূত পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। মেসবাহকে এভাবে সম্মান দেখানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ প্রশংসিত হচ্ছেন আফ্রিদি। এর আগে আফ্রিদিকে আউট করে সম্মান জানিয়ে উদযাপন থেকে বিরত থাকেন শাহীন শাহ আফ্রিদি।