মেসি-কুতিনহোদের সঙ্গে খেলার চুক্তি বিশ্বকাপের আগেই সারতে চান গ্রিজমান!

বার্সেলোনায় মেসি-সুয়ারেজ-কুতিনহোদের সতীর্থ হতে এক পায়ে রাজি আতোইন গ্রিজমান। এমনকি রিলিজ ক্লজের পুরো ১০০ মিলিয়ন ইউরো দিয়েই তাকে কিনতে রাজি বার্সেলোনা। কিন্তু গ্রিজমানের বর্তমান ক্লাব অ্যাতলেতিকোর রাজি হবার উপর নির্ভত করছে গ্রিজমানের বার্সেলোনায় আসা। তবে দলবদলের সমস্যাটা বিশ্বকাপের আগেই সেরে ফেলতে চান গ্রিজমান।

জাতীয় দলের হয়ে অনুশীলনের ফাঁকে ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ক্রীড়া দৈনিক লেকিপকে এক সাক্ষাৎকার দিয়েছেন গ্রিজমান। আর সেখানে তিনি বলেন, ‘বিশ্বকাপের আগেই আমার ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত হয়ে যাবে। কারণ, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব বা উদ্বেগ নিয়ে রাশিয়ায় যেতে চাই না আমি। আমি বিশ্বকাপে যেতে চাই নির্ভার হয়ে, ফুরফুরে মন নিয়ে। আগামী মৌসুমে কোথায় খেলব (অ্যাতলেতিকো নাকি অন্য কোনো ক্লাবে), সেটা বড় কথা নয়। সেখানেই থাকি, আমি নিশ্চিত থাকতে চাই। আমি মনে করি অন্যরাও তাই চায়।’

ক্লাব অ্যাতলেতিকো, বার্সেলোনা ও বোনকে নিজের ইচ্ছার কথাটা জানিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার বোনকে (যিনি আমার এজেন্ট) বলে দিয়েছি, অ্যাতলেতিকোতে থাকি বা না থাকি, বিশ্বকাপের আগেই তা পরিস্কার করতে।’

তিনি আরো বলেন, ‘আমি জানি, বিষয়টা সুরাহা না হলে এ নিয়ে অনেক প্রশ্ন শুনতে হবে। বিশ্বকাপ চলাকালে প্রতিটা সংবাদ সম্মেলনেই জানতে চাওয়া হবে আমার ভবিষ্যত পরিকল্পনা কি। দলবদল বিষয়ে আমি কি ভাবছি। বারবার একই প্রশ্ন শোনাটা হবে আমার জন্য বিরক্তিকর।’