মোবাইলে চার্জ দেওয়ার ১০টি উপায় না জানলে ক্ষতির মধ্যে পড়বেন

বর্তমান সময়ে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় যে বস্তুটি তা হচ্ছে মোবাইল। আর এ মোবাইলের চার্জ দেওয়ার উপায় না জানার কারণে আপনি হারাতে পারেন আপনার প্রিয় মোবাইলটি।

জেনে নিন মোবাইলে চার্জ দেওয়ার ১০ টি উপায়:

১. মোবাইল সেটের সঙ্গে যে চার্জার থাকে, চার্জ দেওয়ার জন্য সেটাই ব্যবহার করা উচিত।

২. সেটের চার্জার না থাকলে, অন্য যে চার্জার ব্যবহার করবেন, তা যেন কম দামি বা অনামী কোনও কোম্পানির না হয়।

৩. চার্জ দেওয়ার সময় মোবাইলের ঢাকনা খুলে রাখলে ভাল হয়।

৪. ফাস্ট চার্জার ব্যবহার না করাই ভাল।

৫. মোবাইল রাতে চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়বেন না যেন। ওভার-চার্জিং ব্যাটারির পক্ষে ঠিক নয়।

৬. ব্যাটারি সম্পর্কিত অ্যাপ ব্যবহার না করাই ভাল।

৭. স্মার্টফোনের ব্যাটারি সব সময়েই ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা উচিত।

৮. একটু পরে পরেই মোবাইলে চার্জ না দেওয়াই ভাল। এতে ব্যাটারির ক্ষতি হয়।

৯. পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করলে, তা ভাল করে পরখ করে নিন— শর্ট সারকিট, ভোলটেজ কন্ট্রোল, ওভার চার্জিং থেকে…

১০. পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে মোবাইল যুক্ত থাকলে, সে সময় মোবাইল ব্যবহার না করাই উচিত।