যার কাছ থেকেই মেসি শিখলেন এমন ফ্রি কিক!

মেসির ফ্রিকিক যে কতোটা রিস্কি সেটা হয়তো ভালোমতোই জানে ফুটবলবিশ্ব। সেটার সর্বশেষ দেখা অ্যাটলেটিকোর সাথে ফ্রিকিক। এর আগেও বিশ্বকাপের ইরানের সাথে নিশ্চিত ড্রয়ের ম্যাচটিতে শেষ মুহূর্তে গোল করে জয় ছিনিয়ে আনেন মেসি। এরপরেই লাইমলাইটে আসে মেসির সেই ফ্রি কিকটি।

আর এবার জানা গেল মেসির সেই ফ্রিকিকের রহস্যটি। স্প্যানিশ গণমাধ্যম ‘লাসেক্সটা’ তে সিনোরিনি ঘটনাটার বর্ণনা করছিলেন এভাবে, ‘ডিয়েগো যেখানে ছিল, সেখান দিয়ে আমি যাচ্ছিলাম। এ সময় দেখি, মেসি বল মাটিতে বসিয়েছে। সে তিনটি শট নেয় এবং তিনটিই মিস হয়ে যায়। আমাদের কাছে সে হতাশ মুখে ফিরে আসে। ড্রেসিংরুমে ঢুকে যাচ্ছিল, আমি চিৎকার করে বললাম-না, বিশ্বের সেরা খেলোয়াড় এভাবে ট্রেনিং সেশন ছেড়ে যেতে পারে না। তারপর তাকে জড়িয়ে ধরি।’

এরপরই ঘটে সেই জাদুকরী ঘটনা। ম্যারাডোনার সঙ্গে মেসির কথোপকথন, অতঃপর বাজিমাত। আর্জেন্টিনা দলের ফিটনেস কোচ বলছিলেন, ‘ডিয়েগো (ম্যারাডোনা) আসে এবং তারা একে অপরের সঙ্গে কথা বলে। ওই মুহূর্তটায় পুরো বিশ্বটাই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি (ম্যারাডোনা) একই জায়গায় বলটা বসান এবং পিতৃসুলভ কিছু কথা বলেন। তিনি মেসিকে বলেন, ফ্রি-কিক নেয়ার সময় বলের কাছে পা এত তাড়াতাড়ি না নিতে।’

আর এরপর থেকেই পায়ের জাদুর পাশাপাশি মেসি একের পর এক ফ্রি কিকে রোমাঞ্চিত ফুটবল বিশ্ব।