রানওয়েতে শিয়াল, কি করল পাইলট

শিয়াল জাতীয় কোনও জন্তু রানওয়েতে ঘুরে বেড়াচ্ছে বলে দেখতে পেয়েছিলেন পাইলট৷ বুধবার বিকেলে তাই কলকাতা বিমানবন্দরে একটি বিমানের অবতরণ পিছিয়ে দেওয়া হল৷ যদিও রানওয়ে পরিদর্শন করে মেলেনি কিছুই৷ নির্ধারিত সময়ের মিনিট দশেক পরে মাটি ছোঁয় বিমানটি৷

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে , এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ কলকাতায় অবতরণ করার কথা ছিল চেন্নাই থেকে আসা বিমানটির৷ অবতরণের সময় আচমকা রানওয়েতে শিয়াল জাতীয় কোনও জন্তু দেখতে পান পাইলট৷ ‘জ্যাকেল ’ বলে এটিসিকে কল করেন তিনি৷

শিয়ালের কথা শুনে বিমান নামাতে না করে এটিসি৷ খানিকক্ষণ আকাশেই চক্কর কাটে সেটি৷ শিয়ালের খবর পেয়ে রানওয়েতে তল্লাশি অভিযানে যান বিমানবন্দরের আধিকারিকরা৷ তবে চারিদিক তন্নতন্ন করে খুঁজেও কিছু পাননি তাঁরা৷ ততক্ষণ বন্ধ ছিল অন্য বিমানের অবতরণও৷

তল্লাশি অভিযানে কিছু না পাওয়ায় ফের অবতরণের অনুমতি দেওয়া হয় চেন্নাই থেকে আসা বিমানটিকে৷ বিমানবন্দরের জিএম অপারেশনস শোভা কে কে জানিয়েছেন , ‘মাঝেমধ্যেই রানওয়েতে শিয়াল এসে পড়ে , এ কথা ঠিক৷ আমরা শিয়াল ধরার জন্য ব্যবস্থা নিচ্ছি৷ ’