রেকর্ড ২৫ গোল করে আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ!

এশিয়ান গেমস হকির বাছাইয়ে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ প্রতিপক্ষ আফগানিস্তানকে এবার গোলবন্যায় ভাসালো বাংলাদেশ। মঙ্গলবার ওমানের মাস্কটের কাবোস কমপ্লেক্সে রেকর্ড ২৫-০ গোলে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ২০১০ সালের এসএ গেমসে ২৪-০ গোলে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ দল।

এরই ফলে গ্রুপের শীর্ষস্থানের পাশাপাশি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়াডে অংশগ্রহণও নিশ্চিত করেছেন জিমি-চয়নরা। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এই ম্যাচে বাংলাদেশের হ্যাটট্রিক করেছেন ছয় জন—অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, রোমান সরকার, মামুনুর রহমান চয়ন, আরশাদ হোসেন ও দ্বীন ইসলাম ইমন। এদের মধ্যে রোমান সরকার ও দ্বীন ইসলাম ইমন চারটি গোল করেছেন। এছাড়াও হাসান যোবায়ের নিলয় ও ফরহাদ হোসেন সিটুল করেছেন ২টি করে গোল। একটি গোল করেছেন নাঈম উদ্দিন।

অন্যদিকে নিজেদের বাছাইপর্বে থাইল্যান্ডকে ৫-০ এ হারায় বাংলাদেশ। এরপর হংকংকে ৫-১ গোলে হারিয়েছিল তারা। এবার আফগানিস্তানকে ২৫-০ তে হারিয়েছে বাংলাদেশ। বাছাইপর্বের সেরা পাঁচ দল আগামী আগস্টে ইন্দোনেশিয়ার জাকার্তা এশিয়াডে খেলার সুযোগ পাবে। এরই মধ্যে ইন্দোনেশিয়ার জাকার্তা এশিয়াডে খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।